আবারও দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০১:৩২

আবারও দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আগুন

আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে। স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবনে প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আগুন লাগে।

কেপ টাউন নগর ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র পার্লামেন্ট ভবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, পার্লামেন্ট ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রায় ৫০ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন বলে জানিয়েছে আলজাজিরা।

এর আগে, রবিবার (২ জানুয়ারি) সকালে কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনটিতে প্রথমবার আগুন লাগে।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top