১১৯তম জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০২:৩০
বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক নারী জাপানের ‘কেন তানাকা’। জাপানের একটি নার্সিং হোমে তার ১১৯তম জন্মদিন পালন করেছেন তিনি। আরও একটি বছর জীবিত থেকে ১২০তম জন্মদিন পালন করতে চান এই জাপানি নারী। এর মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়ে যাবেন কেন তানাকা।
এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী ১১৯ বছর বয়সী জাপানের কেন তানাকা পৃথিবীর প্রবীণতম নারী। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, তানাকার জন্ম ১৯০৩ সালে। জাপানের পাঁচটি রাজকীয় শাসন দেখেছেন এই প্রবীণ নারী। তার পরিবারের সদস্যদের উদ্ধৃত করে কিয়োদো বার্তা সংস্থা বলেছে, তানাকার লক্ষ্য এখন ১২০তম জন্মদিন পালন করা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২ জানুয়ারি তানাকার নাতির মেয়ে জুনকো তানাকা টুইটার পোস্টে তার প্রমাতামহীর ১১৯ বছরে পা রাখার সংবাদ জানান। সেই হিসেবে ‘কেন তানাকা’ পৃথিবীর প্রবীণতম জীবিত নারী। জুনকো তানাকা টুইটারে লেখেন, ‘বিশাল প্রাপ্তি। কেন তানাকা ১১৯ বছরে পৌঁছেছেন। আশা করি, তিনি আনন্দের সঙ্গে জীবন কাটাবেন।’
জুনকো তানাকার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, কোকা-কোলা কোম্পানি কেন তানাকার জন্য উপহার হিসেবে ‘জন্মদিনের বোতল’ পাঠিয়েছে। বোতলের গায়ে তানাকার নাম ও বয়স উল্লেখ করা আছে। জুনকো টুইটে আরও বলেন, ‘এমন উপহার দেখে মনে হতে পারে তানাকা এখনো কোকা-কোলা পান করেন।’
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।