বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইরানে আকস্মিক বন্যায় নিহত ৮ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০১:১২

ইরানে আকস্মিক বন্যায় নিহত ৮ জন

ইরানে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নিহত হয়েছেন অন্তত আটজন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জাতীয় উদ্ধারকারী পরিষেবার মুখপাত্র মোজতবা খালেদি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনের বন্যা ও বৃষ্টির পর হতাহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত মারা গেছেন আটজন এবং নিখোঁজ রয়েছেন দুইজন। আকস্মিক এ বন্যায় ১৪ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় ক্রাইসিস ম্যানেজমেন্ট কর্মকর্তা রহিম আজাদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মৃতদের মধ্যে ফার্স প্রদেশের পাঁচজন রয়েছেন। ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, অবকাঠামো, শহর ও গ্রামীণ আবাসন। ইরানের রেড ক্রিসেন্ট ৩ হাজারেরও বেশি মানুষের জন্য জরুরি আবাসন ব্যবসা করেছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top