বছরের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০২:২৫

বছরের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূল থেকে নিক্ষেপ করা হয় এটি। জাপান-দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশটির চলতি বছরের প্রথম ক্ষেপণাস্ত্র প্রদর্শনী এটি। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরটি প্রথম জানায় জাপানের কোস্ট গার্ড। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানায় তারা। তবে এর বেশি কোনো তথ্য জানানো হয়নি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, গত বছর থেকে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যা খুবই দুঃখজনক। এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে একটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেটার বিশ্লেষণ চলছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top