বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

করোনার তৃতীয় ঢেউয়ে কুয়েতে বাড়ছে সংক্রমণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০০:৫৫

করোনার তৃতীয় ঢেউয়ে কুয়েতে বাড়ছে সংক্রমণ

হঠাৎ করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনা সংক্রমণ বাড়ছে। স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) একদিনে দেশটিতে কোভিড শনাক্ত হয়েছে দুই হাজার ২৪৬ জনের। যেখানে গত সপ্তাহেও শনাক্ত ছিল ৩০ জনের নিচে।

করোনা শুরু হওয়ার পর এই প্রথম দেশটিতে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে দুই হাজার। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১১ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৪২ জন। মারা গেছেন দুই হাজার ৫৬৯ জন। আর আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ৪ লাখ ১২ হাজার ৪৮৫ জন।

ইতিমধ্যে কুয়েতে সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। আবারও নিষিদ্ধ করা হয়েছে সামাজিক অনুষ্ঠান। তবে আফ্রিকার কিছু দেশ ছাড়া এখনো বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে কুয়েতে প্রায় শতভাগ মানুষকে বিনামূল্যে দেওয়া হয়েছে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ। বর্তমানে তৃতীয় ডোজ (বুস্টার) চলছে। তবে বুস্টার ডোজ নিতে হলে দ্বিতীয় ডোজ নেওয়ার পর পাঁচ মাস অতিবাহিত করতে হবে।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top