ভারতে একদিনে করোনা শনাক্ত ৯১ হাজার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০৫:০৫
ভারতে দিন দিন করোনা শনাক্ত বেড়েই চলেছে। দেশটিতে ২৪ ঘণ্টায় আরও ৯০ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় প্রায় ৩৩ হাজার বেশি। ভারতে এখন দৈনিক সংক্রমণের হার ৬ দশমিক ৪৩ শতাংশ।
এছাড়া দেশটিতে ইতোমধ্যে ওমিক্রন আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৩২৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গে ৬ মাস পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করেছে। আর ২৪ ঘণ্টায় সেটি ১৪ হাজার ছাড়িয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।