ওমিক্রন ঠেকাতে কুয়েতে বিধিনিষেধ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২, ০১:২৬

ওমিক্রন ঠেকাতে কুয়েতে বিধিনিষেধ

কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে নানা বিধিনিষেধ আরোপ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা অনুযায়ী, ৯ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের জনসাগম নিষিদ্ধের ঘোষণা করেছে কুয়েত সরকার।

দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে কুয়েতে। সবশেষ একদিনে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজারের বেশি। এরমধ্যেই বাড়ছে নতুন ধরন ওমিক্রনের আতঙ্ক। এই ভ্যারিয়েন্টের বিস্তাররোধে নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মাস্ক পরিধান বাধ্যতামূলকসহ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় স্থানীয়সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানান, সরকারের নির্দেশনা মেনে চললে ওমিক্রন রোধ সম্ভব।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top