পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি আয়েশা মালিক
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২২, ০৩:০২
পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পেতে যাচ্ছে নারী বিচারপতি। ৫৫ বছর বয়সি আয়েশা মালিককে গত বছর সেপ্টেম্বরেই দেশটির সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)।
তবে কমিশনের চার সদস্য তার এই পদোন্নতির পক্ষে সায় দিলেও বাকি চার সদস্য তার বিরুদ্ধে ভোট দেন। বৃহস্পতিবারের ভোটাভোটিতে অবশ্য আয়েশা মালিকের পক্ষেই ভোট পড়েছে বেশি। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রথম নারী বিচারপতি হওয়া থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন তিনি। দেশটিতে বিচারকদের নিয়োগ-পদোন্নতি দেখভালে নিয়োজিত জুডিশিয়াল কমিশন।
জানা গেছে, বৃহস্পতিবার ৫৫ বছর বয়সী আয়েশা মালিককে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দেয়। ১৯৪৭ সালে স্বাধীনতার পর প্রথম নারী বিচাপতি হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাচ্ছেন আয়েশা মালিক।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: পাকিস্তান পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রথম নারী বিচারপতি আয়েশা মালিক pakistan Supreme Court of Pakistan female judge
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।