করোনায় মৃত্যুতে সপ্তমে আছে যুক্তরাজ্য
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০৩:০০
যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন দেড় লাখেরও বেশি মানুষ। শনিবার একদিনেই মারা গেছে ৩১৩ জন।
এর মধ্য দিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৭ জনের। যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯০ জনের। মৃত্যুর সংখ্যায় যুক্তরাজ্যের অবস্থান এখন সপ্তম। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, মেক্সিকো ও পেরুর পরেই করোনায় মৃত্যুর সংখ্যায় যুক্তরাজ্যের স্থান।
যুক্তরাজ্য সরকার বলছে, মহামারি শুরুর পর থেকে শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় ১ লাখ ৫০ হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৩ জন। ইউরোপে করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে শুধু রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮০০ জন মারা গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: যুক্তরাজ্যে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।