শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নিউ ইয়র্কের একটি আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ১৯

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০০:২৫

নিউ ইয়র্কের একটি আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ১৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে নয় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১৯ জন। সোমবার (১০ জানুয়ারি) বিবিসি’র এক খবরে এ তথ‌্য জানানো হয়।

জানা গেছে, স্থানীয় সময় রবিবার সকালের দিকে ভয়াবহ আগুন লাগে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র উপদেষ্টা স্টেফান রিঙ্গেল নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, ‘মারা যাওয়া শিশুদের বয়স ১৬ বছর বা তার কম। অগ্নিকাণ্ডে আহত ৬৩ জনের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ১৩ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।’

নিউ ইয়র্ক সিটির মেয়র ঘটনাস্থল থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রায় ২০০ দমকলকর্মী রোববার বেলা ১১টার দিকে সিটির ৩৩৩ পূর্ব ১৮১তম স্ট্রিটে বিল্ডিংটিতে আগুনে নেভানোর জন্য কাজ করেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুন লাগে।’

এদিকে নিউ ইয়র্ক দমকলের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটিতে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছেন।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top