বন্ধ হতে যাচ্ছে ‘নরকের দরজা’

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০১:৩০

বন্ধ হতে যাচ্ছে ‘নরকের দরজা’

অবশেষে বন্ধ হচ্ছে তুর্কমেনিস্তানের ‘নরকের দরজা’ নামে খ্যাত কারাকুম মরুভূমি গর্তের আগুন। শনিবার এটি নেভানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ।

১৯৭১ সাল থেকেই আগুন জ্বলছে কারাকুম মরুভূমির একটি গর্তে। এটি নেভাতে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল দেশটির সরকার। আবারও গর্তের আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট। দেশটির পরিবেশ ও স্বাস্থ্যগত বিপর্যয় রোধে গুরবাঙ্গুলি বন্ধ করতে চান গর্তের আগুন।

একই সঙ্গে সেখান থেকে গ্যাস রপ্তানির পরিকল্পনা করছেন তিনি। তুর্কমেনিস্তানে পর্যটনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ এই গর্ত।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top