ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন মালদ্বীপের নাগরিকরা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০৪:৫৫
করোনা মহামারির পর চীনে যেতে ভিসা লাগবে না মালদ্বীপের নাগরিকদের। ভিসা ছাড়াই চীনে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন তারা।
শনিবার এ বিষয়ে দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি। মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ এবং চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর উপস্থিতিতে ভিসা অব্যাহতিসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা হয়।
মালদ্বীপ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বিশেষ লোগো উন্মোচন করেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: মালদ্বীপ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।