ফিলিপাইনে কারাগারে দাঙ্গায় নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ২২:৩৭

ফিলিপাইনে কারাগারে দাঙ্গায় নিহত ৬

ফিলিপাইনের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয়বার এমন দাঙ্গার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মঙ্গলবার) ফিলিপাইনের কালুকান সিটি জেলে এ দাঙ্গা হয়। দাঙ্গায় কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। আর কোন ঘটনা থেকে দাঙ্গার সূত্রপাত তা নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে, প্রথমে দুই বন্দির মধ্যে মারামারি হয়, পরে এতে অন্যরা যোগ দেন।

কারাগার সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, মহামারির শুরু থেকে কারাগারে বন্দিদের স্বজনদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দাঙ্গার সঙ্গে এ বিষয়টার একটা সম্পর্ক থাকতে পারে।

তিনি বলেন, প্রায় দু বছর হলো কারাগারে বন্দিদের স্বজনদের পরিদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে। দাঙ্গার কারণের মধ্যে এ বিষয়টাকেও সন্দেহ করা হচ্ছে। বর্তমানে ওই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top