পর্যটকদের থেকে ফি নেবে থাইল্যান্ড
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ০০:৪২
বিদেশি পর্যটকদের কাছে থেকে নয় ডলার বা প্রায় ৮০০ টাকা ফি নেওয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ড। চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর হতে পারে এ নিয়ম। স্থানীয় পর্যটনখাতের উন্নয়ন ও দুর্ঘটনা বিমার অর্থ যোগাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ বলে জানা গেছে। বুধবার (১২ জানুয়ারি) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের গভর্নর ইউথাসাক সুপাসর্ন বলেন, ফি'র কিছু অংশ পর্যটকদের চিকিৎসা বা যত্ন নেওয়ার জন্য ব্যবহার করা হবে। পর্যটকদের জন্য কোনো ইন্সুরেন্স ব্যবস্থা নেই। ফলে তাদের যত্ন নেওয়াটা বোঝায় পরিণত হয়েছে। এ ফি পর্যটকদের জন্য ও স্থানীয় অবকাঠামোর উন্নয়নে ব্যবহার করা হবে।
এদিকে থাইল্যান্ডের পর্যটন কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুথিপং ফুয়েনফিফপ বলেন, প্রবেশ ফি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও করোনার কারণে এর বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। অনেকে দেশেই পর্যটকদের জন্য একই ধরনের ফি প্রচলিত আছে। এতে আগের তুলনায় বেশি সুবিধা পাওয়া যাবে বলেও জানান তিনি।
সরকারের মুখপাত্র থানাকর্ন ওয়াংবুনকংচানা বলেন, ইন্সুরেন্সের আওতায় দুর্ঘটনায় যদি কোনো পর্যটকের মৃত্যু হয় তাহলে ১০ লাখ বাথ (থাই মুদ্রা) ও হাসপাতালে ভর্তি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে পাঁচ লাখ বাথ। এ বছর পর্যটনখাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক দশমিক ৮ ট্রিলিয়ন বাথ। যার মধ্যে বিদেশি পর্যটকদের থেকে আসবে ৮০০ বিলিয়ন বাথ।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: থাইল্যান্ড পর্যটনখাতের
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।