ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০৩:২৫

ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া। এজন্য মস্কো ষড়যন্ত্র করছে। ইউক্রেনকে বেকায়দায় ফেলতে, ক্রেমলিন সাজানো হামলা চালানোর পরিকল্পনা করেছে। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ আনে মার্কিন কর্মকর্তারা।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য হতে মরিয়া ইউক্রেন। তবে এতে নারাজ রাশিয়া। এমনকি গেল বছর শেষের দিক থেকেই ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে মস্কো। তাদের দাবি, ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা যাবে না।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দাবি একেবারে উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব তথ্য ভিত্তিহীন। তাদের ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই।

সূত্র : দ্য গার্ডিয়ান

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top