এবার সুনামির আঘাত জাপানে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০১:৩০
টোঙ্গার পর এবার জাপানে আঘাত হেনেছে সুনামি। টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের কারণে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (১৬ জানুয়ারি) ভোরে জাপানের উপকূলে আঘাত হানে এ সুনামি।
সুনামির বিষয়ে আগেই সতর্কতা জারি করে বলা হয়েছিলো, তিন মিটার উঁচু জলোচ্ছ্বাসে আমামি এবং টোকারা দ্বীপপুঞ্জের উপকূল প্লাবিত হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রও এক সতর্ক বার্তায় বলেছে, তীব্র স্রোত ও ঢেউয়ে দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে পারে।
এর আগে শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে টোঙ্গায় আঘাত হানে সুনামি।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।