ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৪:২০

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ১৪

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছে ১৪ জনের বেশি মানুষ। সংযুক্ত আরব আমিরাতে হুথি বিদ্রোহীদের হামলার একদিন পরেই ইয়েমেনে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরব এবং আরব আমিরাত। সে সময় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা চালান তারা। হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে রাজধানী সানা এবং উত্তরাঞ্চলের কিছু অংশ দখল করে নেওয়ার পর তিনি পালিয়ে যান। এরপর ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে তাদের সৈন্য কমিয়ে নিলেও ইয়েমেনি বাহিনীকে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

এদিকে মঙ্গলবার শুরুর দিকে সৌদি জোট জানায়, তারা সানায় অবস্থিত ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি এবং ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই হামলায় মৃত্যু হয়েছে প্রায় ১৪ জনের। এদিকে সোমবার আমিরাতে হামলা চালানো হুথি গোষ্ঠী বলছে, সৌদি জোটের হামলায় নিহত হয়েছে প্রায় ২০ জন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top