ইসরাইলের তোপের মুখে এমা ওয়াটসন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০০:৪০
ইসরাইলের বর্বতার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে সহমর্মিতা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন হ্যারি পটারখ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন।
তার ওই স্ট্যাটাসের পর হলিউড তারকাসহ অনেক সেলিব্রিটি সংহতি প্রকাশ করেছেন ফিলিস্তিনিদের প্রতি। চার্লস ডেন্স, মার্ক রাফেলো, সুসান স্যারানডন ও পিটার ক্যাপেলডির মতো দর্শক নন্দিত হলিউড তারকারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়ে লেখেন— আমরা এমা ওয়াটশনের সঙ্গে একমত। এ কারণে আমরা মানবাধিকারের জন্য আন্দোলনরত ফিলিস্তিনিদের পক্ষ্যে আমাদের সমর্থন জানাচ্ছি।
কিন্তু এ ঘটনায় ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনের ওপর বেজায় চটেছেন ইসরাইলের রাজনৈতিক নেতারা। ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে মুখ খোলায় এমা ওয়াটসনের কঠোর সমালোচনা করেছেন ইহুদিবাদী দেশটির সাবেক মন্ত্রী ড্যানি ডেননসহ অনেক রাজনীতিক। এমনকি হ্যারিপটার সিরিজের এ বিশ্বনন্দিত অভিনেত্রীকে বর্ণবাদী বলেও সমালোচনা করেছেন তারা।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ইসরাইল ফিলিস্তিনি হ্যারি পটার এমা ওয়াটসন মার্ক রাফেলো isreal filistin mark raffelo hollywood emma watson
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।