যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ২৩:২৫

যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া

ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া। সম্পন্ন করেছে সীমান্তের চারপাশে সেনা মোতায়েনের কাজও। এমনকি বেলারুশেও সেনা পাঠিয়েছে।

এখন যেকোনো মুহূর্তে চালাতে পারে হামলা। এমনটাই আশঙ্কা করছেন ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তারা। তারা বলছেন, এটা পুতিনের জন্য ‘চরম মূর্খতার কাজ’ হবে। কারণ এতে হাজার হাজার মানুষ মারা যাবে। একই সতর্কবার্তা দিয়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্তে লক্ষাধিক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন। এক ‘দুঃস্বপ্ন’র মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেন।

মার্কিন কর্তারা বলছেন, পরিস্থিতি ‘প্রচণ্ড ভয়াবহ’। এমন খবরে ইউক্রেনের শহরগুলোতে বিরাজ করছে চরম আতঙ্ক। এই আতঙ্কের মধ্যেই বুধবার কিয়েভ সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অভিযানে না চালিয়ে সমস্যা সমাধানে ‘শান্তিপূর্ণ পথ’ নিতে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top