লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ১৩:০৫
পাকিস্তানের লাহোরের একটি বাজারে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আনারকলি এলাকার পান মান্ডিতে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ জানিয়েছেন, বাজারে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে বোমাটি বেঁধে রাখা হয়েছিল। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য আর তিনি জানাননি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন অনলাইন জানিয়েছে, বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, বাজারের আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে জনাকীর্ণ বাজারটিতে অনেকগুলো মোটরসাইকেল জ্বলতে দেখা গেছে।
লাহোর পুলিশের ডিআইজি অপরাশেনস আবিদ খান বলেছেন, ‘আমাদের টেকনিক্যাল টিম প্রমাণ সংগ্রহ করছে। এগুলো বিশ্লেষণ করে আমরা উপসংহার টানতে পারব।’
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: লাহোর বোমা বিস্ফোরণ পাকিস্তান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।