বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২২, ০০:৩০

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শহর হেরাতে একটি মিনিবাসের মধ্যে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী।

স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) হেরাতের প্রাদেশিক হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

হেরাতের তালেবান কমান্ডার মাওলাইয়ি আনসারি বলেন, হেরাতের গোয়েন্দা অফিস থেকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা অফিসের এক মুখপাত্র সাবিত হারভি বলেন, একটি যাত্রীবাহি গাড়ির জ্বালানি ট্যাংকের সঙ্গে বোমাটি সংযুক্ত করা ছিল। সেখান থেকেই বিস্ফোরণটি ঘটে।

হেরাতের প্রাদেশিক পুলিশ ও সংস্কৃতিবিষয়ক বিভাগও বোমা বিস্ফোরণের ঘটনাটি জানিয়েছে। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top