ভারি তুষারপাতে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর বন্ধ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ০৫:০১
বিরল তুষারঝড়ে ধসে পড়েছে ইস্তানবুল বিমানবন্দরের কার্গো টার্মিনালের একাংশ। ফলে সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব ভূমধ্যসাগরে তুষারঝড়ে বিধ্বস্ত অ্যাথেন্স। স্কুল-দোকান-বাজার বন্ধ হয়েছে আগেই। তার পর সোমবার থেকে বন্ধ হয়ে গেল মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়া যাতায়াতের গুরুত্বপূর্ণ আকাশপথ।
ইস্তানবুল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের পর এই প্রথমবার বন্ধ রাখতে হলো ইস্তানবুল বিমানবন্দর। এতে বেশ অসুবিধায় পড়েছেন যাত্রীরা।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।