দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল ফ্রান্স

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২, ০০:৫৮

দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল ফ্রান্স

মহামারি করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ফ্রান্স। ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন। এসময়ে ভাইরাসটিতে মারা গেছেন ৪৬৭ জন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ফ্রান্সে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন। করোনায় দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের।

এদিকে, ২৪ ঘণ্টায় সংক্রমণে ফ্রান্স শীর্ষে থাকলেও সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন আরও ২ হাজার ৩৮৬ জন।


এনএফ৭১/এনজেএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top