পুতিনের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২, ০৪:৪৪
ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৫ জানুয়ারি) সংবাদ মাধ্যম একথা জানায়।
বাইডেন বলেন, 'হ্যা। অবশ্যই আমি সেটা করে দেখাবো। রাশিয়া যদি এক লাখ সেনা নিয়ে ইউক্রেনে হামলা চালায় এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। এটি পুরো বিশ্বকে একেবারে বদলে দেবে।' রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউস। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর কঠোর অবস্থানের মধ্যেই এমন মন্তব্য করলেন বাইডেন।
বাইডেন এ সময় পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি বৃদ্ধির ওপর জোর দেন। তবে এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।