পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২, ০৩:৩০
পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দেশটির ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। অপরদিকে সেনাসদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক সন্ত্রাসী।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশটির বেলুচিস্তান প্রদেশের কেচ শহরে এই ঘটনা ঘটে।
পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বেলুচিস্তান প্রদেশের কেচ শহরে পাকিস্তানি সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা করে সন্ত্রাসীরা। এসময় সেনাসদস্য ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে ১০ সেনাসদস্য নিহত হন। প্রাণ হারান এক হামলাকারীও। এছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অবশ্য কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।