ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০৩:৪৫

ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। মারা যাওয়া ৭ বাংলাদেশির মধ্যে ৫ জনের গ্রামের বাড়ি মাদারীপুরে। বাকি ২ জনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে।

রবিবার (৩০ জানুয়ারি) ইতালির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস বলছে, মারা যাওয়া ওই বাংলাদেশিদের সঙ্গে কোনো ধরনের ডকুমেন্ট না থাকায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছিল। পরে উদ্ধার হওয়া বাকিদের সঙ্গে কথা বলে এই ৭ বাংলাদেশিকে শনাক্ত করা হয়।

মৃত বাংলাদেশিরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। অপর দুইজন হলেন, কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ।

ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করতে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে ([email protected]) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top