কেনিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৩ বাসযাত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৫

কেনিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৩ বাসযাত্রী

কেনিয়ার উত্তর-পূর্বে সোমালিয়া সীমান্তের কাছে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১৩ বাসযাত্রী এবং আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

কেনিয়ার উত্তর-পূর্ব মান্দেরা কাউন্টির পুলিশ জানায়, সোমবার ভোরে মান্দেরা শহরের দিকে যাচ্ছিল বাসটি। সেসময় এটি রাস্তায় পেতে রাখা বোমার ওপরে যায়। কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা মারাত্মক বিস্ফোরণের পর গুলির শব্দ শুনতে পান।

ওই অঞ্চলের পুলিশপ্রধান বুনেই রনোর বরাত দিয়ে নেশন মিডিয়া গ্রুপ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহের তীর জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের দিকে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top