এ বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন যারা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০০:২৩

এ বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন যারা

এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তদের মাঝে রয়েছে ব্রিটিশ পরিবেশ বিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বেলারুশিয়ান ভিন্নমতাবলম্বী সভিয়াতলানা সিখানৌস্কায়া।

এ ছাড়া তালিকায় রয়েছেন গ্রেটা থুনবার্গ, পোপ ফ্রান্সিস, মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট এবং টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফ। বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য থেকে শুরু করে সাবেক পুরস্কার বিজয়ী হাজার হাজার মানুষ পুরস্কারের জন্য প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি নির্ধারণ করে থাকেন পুরস্কারজয়ী কে। ৫০ বছর ধরে পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছেন এ কমিটি। কিন্তু কিছু নরওয়েজিয়ান আইনপ্রণেতা কিছু মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top