প্রথমবার করোনা শনাক্ত টোঙ্গায়, পুরো দেশ লকডাউন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২১

প্রথমবার করোনা শনাক্ত টোঙ্গায়, পুরো দেশ লকডাউন

প্রথমবারের মতো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গাতে করোনা শনাক্ত হওয়ায় পুরো দেশ লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী নুকু’য়ালোফার একটি পোর্টে দুই ব্যক্তির দেহে করোনা শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

টোঙ্গার প্রধানমন্ত্রী সিয়াওসি সোভালেনি জানান, একটি বন্দরে ওই দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়। সম্প্রতি দেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি পরবর্তী মানবিক সাহায্য ওই বন্দরে আসছে এবং তা খালাস করা হয়। খবর বিবিসি অনলাইন।

মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী সোভালেনি বলেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৬টা থেকে টোঙ্গা লকডাউনে যাচ্ছে। প্রতি ৪৮ ঘণ্টা পর পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে সবেচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা আক্রান্ত হয়েছেন তাদের থামানো এবং চলাফেরা বন্ধ করা। এ ছাড়া ১৭০টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গায় তিনি এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নৌযান চলাচল এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: টোঙ্গা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top