আফগান নারীরা ফিরছে বিশ্ববিদ্যালয়ে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২২, ০০:৫০
পুনরায় খুলে দেওয়া হয়েছে আফগানিস্তানে পাবলিক বিশ্বব্যিালয়গুলো। বুধবার চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। যদিও মেয়ে শিক্ষার্থীদের বিষয়ে নতুন কোনো পরিকল্পনা ঘোষণা করেনি তালেবান প্রশাসন।
তবে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে নানগারহার বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে প্রবেশে ভিন্ন দরজা ব্যবহার করেছেন নারী শিক্ষার্থীরা। এক তালেবান শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পুরুষ শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা থাকার শর্তসাপেক্ষে মেয়ে শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শাসনের অধীনে, কট্টর ইসলামপন্থি তালেবান নারী ও মেয়েদের পড়ালেখা নিষিদ্ধ করেছিল। ১৫ আগস্টে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর পুনরায় ক্ষমতায় এসে নিজেদের আসল রূপ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল তালেবান।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।