বাহরাইনের সাথে নিরাপত্তা চুক্তি করেছে ইসরাইল

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২২, ০৪:০০

বাহরাইনের সাথে নিরাপত্তা চুক্তি করেছে ইসরাইল

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছে ইসরাইল। বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মারামায় এ চুক্তি হয় বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম।

ইসরাইলের দৈনিক ইয়েদিয়থ আহরোনোথ জানায়, চুক্তিতে ইরাইলের পক্ষে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ এবং বাহরাইনের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ বিন হাসান আল-নইমি। বাহরাইনের শাসক হামাদ বিন ইসা আল-খলিফার মানামার বাসভবনে স্বাক্ষরিত হয় ওই প্রতিরক্ষা চুক্তিটি।

ইসরাইলি গণমাধ্যম এ চুক্তিতে ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করেছে। তবে, চুক্তিতে কী আছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেছেন, এ চুক্তির ফলে বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top