পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ২০ জন সন্ত্রাসী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫২

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ২০ জন সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে ২০ জন কথিত সন্ত্রাসী। এমনটাই জানিয়েছে দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। শনিবার (৫ ফেব্রুয়ারি) ওই অঞ্চলে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে তারা।

সম্প্রতি দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় নিহত হন ১০ সেনাসদস্য। কেচ জেলায় ওই হামলার ঘটনা ঘটে। এরপর অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেশটির আইএসপিআর জানিয়েছে, বুধবার গভীর রাতে বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর ও নওশকি এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। এ অভিযানে নিহত হয়েছে ২০ জন সন্ত্রাসী। অভিযানে সময় ৯ জন সেনা সদস্যও নিহত হয় বলেও জানায় আইএসপিআর।

তারা আরও জানায়, নওশকি এলাকায় নিহত হয়েছে ৯ জন সন্ত্রাসী। অভিযান চলাকালে এক কর্মকর্তাসহ চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হন। এছাড়া পাঞ্জগুর এলাকায় অভিযানে নিহত হয় আরও বেশ কয়েকজন সন্ত্রাসী।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top