আফগানিস্তানের হামলায় নিহত ৫ পাকিস্তানি সেনা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১১
আফগানিস্তানের ভেতর থেকে চালানো হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের ৫ সেনা। শনিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় অবস্থিত আফগান সীমান্তে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন থেকে এক বিবৃতিতে জানানো জানানো হয় এই তথ্য। গত বছরের আগস্টে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর এ নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তান থেকে পাকিস্তানি সেনাদের ওপর হামলার ঘটনা ঘটলো। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ও এই হামলার জবাব দিয়েছে। শত্রুপক্ষের গুলিতে নিহত ৫ সেনা হলেন- ল্যান্স নায়েক আজব নুর (৩৪), সিপাই জিয়াউল্লাহ খান (২৩), সিপাই নাহিদ ইকবাল (২৩), সিপাই সামিরুল্লাহ খান (১৮) এবং সিপাই সাজিদ আলী (২৭)।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছে। পাকিস্তান এর তীব্র নিন্দা জানাচ্ছে। ইসলামাবাদ আশা করে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে নিজেদের ভূখণ্ড থেকে পাকিস্তানবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হতে দেবে না।’
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: আফগানিস্তান পাকিস্তান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।