ইউক্রেন ইস্যুতে গ্যাস লাইন বন্ধের হুঁশিয়ারি বাইডেনের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২২, ০১:০১
রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ইউক্রেন ইস্যুতে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাইডেনের আগে রাশিয়াকে সেই গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল জার্মানি।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক যৌথ কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া দি ইউক্রেন আক্রমণ করে তবে বন্ধ হবে ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ।
এক টুইট বার্তায় জার্মান চ্যান্সেলরকে প্রথমবার হোয়াইট হাউজে স্বাগত জানান বাইডেন। টুইটারে তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে কূটনৈতিক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, একই সঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন সংকট ইস্যুতে একসঙ্গে কাজ করবেন তারা।
উল্লেখ্য, রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য চলছে ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ। এই লাইনের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার কথা। অবশ্য এই পাইপলাইনটি এখনও চালু হয়নি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।