কেরালার পাহাড়ের ভাজে আটকে পড়া যুবককে উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১৫

কেরালার পাহাড়ের ভাজে আটকে পড়া যুবককে উদ্ধার

অবশেষে ভারতের কেরালা রাজ্যের পালাক্কাদ এলাকায় মালামপুঝা নামে একটি পাহাড়ের ভাজে দুই দিন ধরে আটকে পড়া এক যুবককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

তিন বন্ধু মিলে সোমবার দুর্গম ওই পাহাড়টির চূড়ায় উঠার সিদ্ধান্ত নেয়। অপর দুই বন্ধু মাঝপথ থেকে ফিরে আসলেও বাবু নামে ২০ বছর বয়সি ওই যুবক একাই পাহাড়টির চূড়ায় উঠে পড়েন। সেখান থেকে একপর্যায়ে হঠাৎ করে পিছলে পড়ে পাহাড়ে পাথরের ভাজে আটকে যান তিনি। টানা দুদির ধরে অনাহারে পাহাড়ের ভাজে পড়ে থাকেন তিনি।

তার এ করুণ অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত যুবকটিকে উদ্ধারের জন্য সেনাবাহিনী তলব করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বুধবার সকালে এক টুইটবার্তায় জানান, ছেলেটিকে উদ্ধার করতে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছেছে।

সেনাবাহিনী ছাড়াও বিমানবাহিনীর সদস্যরাও ওই উদ্ধার অভিযানে যোগ দেয়। অবশেষে সামরিক বাহিনীর উদ্ধারকারী দল বাবুকে পাহাড় থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top