হিজাবে নিষেধাজ্ঞাকে ‘ভয়ঙ্কর’ পদক্ষেপ বলেছেন মালালা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৪২
ভারতের কর্ণাটকে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। এ ঘটনাকে ‘ভয়ংকর’ একটি পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি।
এক টুইট বার্তায় মালালা বলেন, ‘কলেজগুলো আমাদের হিজাব বা পড়ালেখার মধ্যে যে কোনো একটিকে বাছাই করতে বলছে। হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে না দেওয়ার সিদ্ধান্ত একটি ভয়ংকর ভুল পদক্ষেপ। নারীদের হিজাব পরা নিয়ে কম বেশি আপত্তি থাকেই। তবে ভারতের নেতাদের উচিত মুসলমান নারীদের প্রান্তিককরণ বন্ধ করা। ’
এদিকে, কর্ণাটকে শুরু হওয়া হিজাব বিতর্ক শুধু মাত্র সে রাজ্যেই সীমাবদ্ধ থাকেনি। দেশটির ক্ষমতাসীন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পদুচেরিতেও এর ছোঁয়া লেগেছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ভারত মুসলিম শিক্ষার্থী হিজাব
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।