ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ভিক্ষা করেন ভারতের রাজু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০০:৪৭

ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ভিক্ষা করেন ভারতের রাজু

৪০ বছর বয়সী রাজু প্যাটেল ভারতের বিহার রাজ্যের বেত্তিয়াহ রেল স্টেশনে ভিক্ষা করেন। ছোটবেলা থেকেই বেত্তিয়া স্টেশনে চিরাচরিত পদ্ধতিতে ভিক্ষা করে আসলেও, ডিজিটাল যুগে ভিক্ষার ধরন বদলে ফেলেছেন তিনি। এখন ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেন তিনি। তার গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা আছে কিউআর কোড এবং ফোন নম্বর। হাতে রয়েছে ট্যাব।

ভারতীয় বার্তা সংস্থাকে রাজু বলেন, ছোটবেলা থেকে ভিক্ষা করি। এভাবেই দিন চলে। অনেকেই এখন নগদ টাকা নিয়ে যাতায়াতে স্বচ্ছন্দ নন। তাই আমিও আপডেট করেছি নিজেকে। এখন ডিজিটাল মাধ্যমেও ভিক্ষার টাকা নিই। নোটবন্দি এবং করোনা মহামারির পর থেকে অনেকেই ভিক্ষা দিতে অস্বীকার করেন তাকে। তারা বলেন, তাদের কাছে খুচরো টাকা নেই। অনেক যাত্রীই বলতেন, বিভিন্ন ই-ওয়ালেট অ্যাপ রয়েছে, তাই তারা এখন আর নগদ টাকা বহন করেন না। আর এর থেকেই রাজু প্যাটেলের মনে এসেছিল ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার ভাবনা। এরপরই তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ই-ওয়ালেট অ্যাকাউন্ট খুলেছেন। এখন কেউ খুচরা নেই বললেই তিনি ই-ওয়ালেটে অর্থ পাঠানোর কথা বলেন।

তিনি জানান, এখনও যারা তাকে ভিক্ষা দেন, তাদের অধিকাংশই নগদ অর্থেই ভিক্ষা দেন। তবে কিছু কিছু মানুষ তার ই-ওয়ালেটে অর্থ স্থানান্তরিত করেও দেয়।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top