সৌদিতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩০
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। এতে ৪ বাংলাদেশি আহত হয়েছেন। চারজন বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের একজন করে নাগরিক আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই হামলা চালায় বলে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আভা বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছিল। তা লক্ষ্যচ্যুত করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। তখন শার্পনেলের আঘাতে ১২ জন আহত হন। তবে হামলার পর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।