দক্ষিণ কোরিয়ায় কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে ৪ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০৫:২৫

দক্ষিণ কোরিয়ায় কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে ৪ জন নিহত

দক্ষিণ কোরিয়ার একটি পেট্রোকেমিক্যাল কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণে চার জন নিহত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আল জাজিরা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইয়োসুতে পেট্রোকেমিক্যাল কোম্পানি ইয়োখুয়েন এনসিসির (ওয়াইএনসিসি) এর তিন নম্বর প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আরো চার জন আহত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ওয়াইএনসিসির এক কর্মকর্তা বলেন, ‘তৃতীয় ওই প্ল্যান্টের উৎপাদন বন্ধ করা হয়নি আর প্রথম ও দ্বিতীয় প্ল্যান্টও চলছে। উৎপাদন স্থগিত রাখবে না একটি প্ল্যান্ট বন্ধ করে দেবে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন ঘটনাস্থলে আছেন। আমি মনে করি, প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরো জানান, প্রতি চার বছর পর পর ক্লিনিং প্রসেসে লিক টেস্ট করা হয়, এবার তা চলার সময়ই বিস্ফোরণটি ঘটে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top