পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে পাথর নিক্ষেপ করে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৫৩

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে পাথর নিক্ষেপ করে হত্যা

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দেশটির পাঞ্জাব প্রদেশের খানওয়াল জেলায় এ ঘটনা ঘটে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে একথা জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, খানওয়াল জেলার জঙ্গল দিরা গ্রামের এক ব্যক্তি কোরআনের কয়েকটি পাতায় আগুন দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসী ওই ব্যক্তিকে আটক করে এবং মৃত্যু না হওয়া পর্যন্ত একটি গাছের সঙ্গে বেধে পাথর নিক্ষেপ করতে থাকে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, পাথর নিক্ষেপের আগে পুলিশ ঘটনাস্থলে এসে ছাড়িয়ে নেয় ওই ব্যক্তিকে। কিন্তু গ্রামের লোকজন মধ্যবয়সী ওই ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে।

এনেফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top