এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০২:২০
ইসরাইলি অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ ফিলিস্তিনি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে আন্ত্ররজাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমতীরের একটি বাসস্ট্যান্ডে ওই ব্যক্তি ছুরি নিয়ে তাদের সেনাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি তাদের সদস্য।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ওই ব্যক্তির নাম কারাওয়েত বানি হাসান। তিনি পশ্চিমতীরের একটি গ্রামের বাসিন্দা। এই ব্যক্তি ইসরাইলি সেনাদের ওপর যে হামলার চেষ্টা চালিয়েছিলেন, তাকে বীরত্বের সঙ্গে তুলনা করেছে হামাস। এ ঘটনায় এক ফিলিস্তিনি নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
এদিকে এএফপির খবরে বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনী বলেছে— পশ্চিমতীরে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই ফিলিস্তিনিকে পশ্চিম তীরের যেখানে গুলি করা হয়েছে, সেই এলাকা ঘিরে তল্লাশি চালিয়েছেন সেনারা।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ফিলিস্তিনি ইসরাইলি isreal filistin
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।