কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন দূতাবাস
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩৮
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে। দূতাবাসের কার্যক্রম আপাতত লিভ শহরে পরিচালিত হবে। মূলত ইউক্রেন সীমান্তে রাশিয়ান সামরিক বাহিনীর সংখ্যা বাড়ানোয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, নাটকীয়ভাবে সামরিক শক্তি জোরদার করছে রাশিয়া। এসবের জেরে ইউক্রেনে মার্কিন দূতাবাসের কার্যক্রম কিয়েভ থেকে লিভ শহরে সাময়িকভাবে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
মার্কিন দূতাবাস কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হলেও ইউক্রেন সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ব্লিঙ্কেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চলমান সংকট সামাল দিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে ইউক্রেনে এখনো অবস্থান করা মার্কিন নাগরিকদের দেশটি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কিয়েভ মার্কিন দূতাবাস ইউক্রেন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।