পশ্চিমবঙ্গে চার পৌরসভায় তৃণমূলের বিজয়
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫১
পশ্চিমবঙ্গের চারটি পৌরসভার ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এর মাঝে বিধাননগর, আসানসোল ও চন্দননগর ছিল তাদেরই হাতে। মোট ২২৬টি আসনের মধ্যে ৮৮ শতাংশ আসনেই জয় পেয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল।
আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, গত বছরের বিধানসভা নির্বাচন থেকেই তৃণমূলের যে জয়ের ধারা চলছে, সোমবার তার গতিই আরও তীব্র হয়েছে। বিধানসভা ভোটের পরে কয়েকটি উপনির্বাচনে জয়ের ধারা ধরে রেখেছিল তৃণমূল, সেই পথ ধরেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তারা জয়ী হয়েছিল কলকাতা পৌরসভায়। দুই মাসের মধ্যে সেই জয়ের হাওয়া এমন ঝড়ে পরিণত হয়েছে, যার দাপটে শিলিগুড়িও চলে এসেছে তৃণমূলের দখলে।
বিধানসভা ভোটে রাজ্যে বিপর্যয়ের মুখে পড়লেও আসানসোল ও শিলিগুড়িতে প্রভাব ধরে রাখতে পেরেছিল বিজেপি। তাদের বিধায়কও নির্বাচিত হয়েছিলেন ওই এলাকা থেকে। এবারের ভোটে ওই দুই এলাকাতেও দাপট বিস্তার করেছে তৃণমূল। তবে মূলত অবাঙালি-অধ্যুষিত কিছু এলাকার জোরে আসানসোল ও শিলিগুড়িতে দ্বিতীয় স্থান রাখতে পেরেছে বিজেপি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: তৃণমূল পৌরসভা পশ্চিমবঙ্গ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।