হিজাব ইস্যুতে উত্তরপ্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২০

হিজাব ইস্যুতে উত্তরপ্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভ

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে বোরকা পরিহিত মুসলিম নারীরা বিক্ষোভ করছে। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে।

ওই বিক্ষোভের একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ লাঠি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এ সময় এক নারী বিক্ষোভকারী পুলিশের লাঠিপেটা থামানোর চেষ্টা করছেন। ঘটনাটি গত রবিবার ঘটলেও বুধবার (১৬ ফেব্রুয়ারি) এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বলছে, তারা ভিডিওটি খতিয়ে দেখছে। এ ছাড়া পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে থানায় প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করেছে।

উল্লেখ্য, কর্ণাটকের একটি কলেজে প্রথম হিজাব নিষিদ্ধ করা হয়। এরপর কর্ণাটকসহ দেশটির বিভিন্ন প্রদেশে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ চলছে। হিজাব নিষিদ্ধের বিষয়টি নিয়ে দেশটির উচ্চ আদালতে শুনানি চলছে।

এনএফ৭১/এমএ/২০২২

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top