ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ইউরোপে নিহত ৯
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ০০:৪৮
আটলান্টিক মহাসাগরে শক্তিশালী ঝড় ইউনিসের আঘাতে ইউরোপে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষতি হওয়ায় উত্তরপশ্চিম ইউরোপের ১০ লাখেরও মানুষ বর্তমানে আছেন বিদ্যুৎবিহীন অবস্থায়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের দক্ষিনপশ্চিমাঞ্চলীয় জেলা কর্নওয়ালে আছড়ে পড়ে ইউনিস। যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশের ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার সময় কোনো কোনো এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২২ মাইলেরও বেশি ছিল।
ব্রিটেনের গত কয়েক দশকের ইতিহাসের ইউনিসের মতো এত বড় ও শক্তিশালী ঝড় দেখা যায়নি বলে রয়টার্সকে উল্লেখ করেছেন দেশটির আবহাওয়া দফতরের কর্মকর্তারা।
রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাজ্য, আয়ারল্যান্ডস, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে ঘটেছে নিহতের ঘটনাসমূহ। অধিকাংশই মারা গেছেন মাথার ওপর গাছ ভেঙে পড়ায়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ইউনিস ঘূর্ণিঝড় আটলান্টিক মহাসাগর ইউরোপ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।