ইউক্রেনের রাজধানীতে হামলা চালানোড় সিধান্ত নিয়েছে রাশিয়া: বাইডেন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩১
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আগামী দিনে’ ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এ জন্য মস্কোকে উত্তেজনা কমানোর জন্য নতুন করে আহ্বান জানানো হয়েছে। রাশিয়া যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করে অপ্রয়োজনীয় যুদ্ধের জন্য দায়ী হবে।
তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তের কাছাকাছি প্রায় ১ লাখ ৯০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। গত ৩০ জানুয়ারি এ সেনা সংখ্যা ছিল প্রায় ১ লাখ। এর মধ্যে আরও প্রায় ৯০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন Russia
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।