যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০০:৫০

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইউক্রেন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আসন্ন যুদ্ধের যে লক্ষণগুলো সম্পর্কে সতর্ক করা হয়েছিল তা এখন পুরোপুরি প্রস্তুত। সীমান্তের কাছাকাছি স্থাপন করা হয়েছে ফিল্ড হাসপাতাল। ঠিক করা হয়েছে ব্লাড ব্যাংকও।

এদিকে তথ্যযুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগের একটি দলিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রচার করা হয়েছে। এছাড়া ইউক্রেনের দোনবাসে ক্লোরিন ট্যাংকে ইউক্রেনের সেনাদের হামলার চেষ্টার একটি ভিডিও সামনে এসেছে। এসব খবর যে ‘ভুয়া’ সেটা প্রমাণ করতে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এর একদল সাংবাদিককে সঙ্গে নিয়ে পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইনে যান। কিন্তু সেখানে গোলার মুখে পড়েন তারা। যদিও সৌভাগ্যবশত কেউ আহত হননি।

এলাকা ত্যাগের পূর্বে সিএনএনকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ময়দানে সেনাদের সঙ্গে কথা বলেছি। তাদের স্পৃহা বেশ সাহসী। যেকোনো দৃশ্যপট মোকাবিলায় তারা প্রস্তুত। তিনি আরও বলেন, এই প্রথম তিনি গোলার সামনে পড়েছেন। এখানে আসার পথে প্রত্যেক গোলাবর্ষণের শব্দ শোনার পর গাড়ি থামিয়ে আমরা মাটিতে শুয়ে আত্মরক্ষা করি।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top