সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩জন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০১:০৮

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩জন

সোমালিয়ার একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ১৩ জন। শনিবার জনাকীর্ণ ওই রেস্তোরাঁটিতে চালানো হয় এই হামলা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেলেদিউন শহরে এ ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে স্থানীয় অনেক কর্মকর্তা ও রাজনীতিবিদরা ছিলেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে এক জন আগামী পার্লামেন্টে নির্বাচনের এক প্রার্থী ছিলেন বলেও জানায় তারা।

পুলিশের মুখপাত্র দিনি রোবেল আহমেদ জানিয়েছেন, আহত হয়েছে অন্তত ২০ জন। বিস্ফোরণে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি সাতটি মৃতদেহ গুণেছি, যাদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে এবং ১০ জনের বেশি আহত হয়েছে।

জানা গেছে, সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই গোষ্ঠীটি বিভিন্ন সময় সোমালিয়ায় সরকারি ও বেসারকারি স্থাপনায় হামলা চালিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করতেই তারা এসব হামলা চালায়।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top