‘সবচেয়ে বড় যুদ্ধের’ পরিকল্পনা করছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০১:১৫

‘সবচেয়ে বড় যুদ্ধের’ পরিকল্পনা করছে রাশিয়া

১৯৪৫ সালের পর রাশিয়া ইউরোপে ‘সবচেয়ে বড় যুদ্ধের’ পরিকল্পনা করছে। বিভিন্ন তথ্য-প্রমাণে এই চিত্রই উঠে আসছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার (২০ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বরিস এ মন্তব্য করেন বলে প্রতিবেদনে জানানো হয়।

বরিস জনসন বলেন, ১৯৪৫ সালের পর থেকে ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া। এই যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও সবদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলতে একটি আক্রমণ শুরু করতে চায় রাশিয়া।

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি জানিয়েছেন, রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছে।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top