বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

দোনেস্ক ও লুগানস্কে রুশ সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৫

দোনেস্ক ও লুগানস্কে রুশ সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর ওই দুই অঞ্চলে রুশ সেনা পাঠানোর নির্দেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সই করেছেন।

তিনি জানিয়েছেন, দোনেস্ক ও লুগানস্কে 'শান্তিরক্ষী বাহিনীর' কাজ করবেন রাশিয়ার সেনারা। আমেরিকাসহ ন্যাটোভুক্ত দেশগুলো যখন অভিযোগ করছে— রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় এবং মস্কো যখন এই অভিযোগ অস্বীকার করছে, তখন ভিন্ন ধরনের এ নির্দেশ দিলেন পুতিন। তার এ নির্দেশের ফলে পুতিনের মাধ্যমেই সোমবার রাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত দোনেস্ক ও লুগানস্ক অঞ্চলে ‘শান্তিরক্ষী বাহিনী’ হিসেবে প্রবেশ করবে রুশ সেনা।

ওই দুটি অঞ্চল ২০১৪ সাল থেকে রুশপন্থি অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানকার বেশিরভাগ নাগরিককে এরই মধ্যে রাশিয়ার পাসপোর্ট দিয়েছে মস্কো। তবে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ওই দুই প্রজাতন্ত্রে রুশ সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার পর রাশিয়ার সেনারা সেখানে প্রবেশ করতে শুরু করেছে কিনা তা এখনও জানা যায়নি।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top